রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালত তার এ জবানবন্দি রেকর্ড করেন।
চাঁদা না দেবার কারণে প্রকাশ্য দিবালোকে গত বুধবার নরপিশাচের মত পাথর ছুঁড়ে ব্যবসায়ীকে হত্যা করা হয়। শুধু তাই নয় ওর দাড়িয়ে তারা আনন্দ উল্লাস করে , সম্মিলিত নারী প্রয়াস এই ঘটনার তীব্র নিন্দা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে ।
সিটিজেন ইনিশিয়েটিভ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, সম্প্রতি পুরান ঢাকায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে সোহাগ নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সিটিজেন ইনিশিয়েটিভ।